News update
  • 600,000 Devotees Offer Eid Prayer at Sholakia      |     
  • Bangladesh Economy Shows Signs of Recovery Amid Challenges     |     
  • Bangladeshi Women Student July Protest Leaders to be honoured at Women of Courage Award ceremony     |     
  • 'Eid of sadness': Gazans pass with scarce food, razing war     |     
  • 5 Eid congregations planned at Baitul Mukarram Mosque     |     

৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-03-24, 8:55am

bcs-2-1ad2dbc34921dde7f799b27a271542041742784920.jpg




৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়, মুন্সিগঞ্জে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়, ঢাকায় কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ।

শনিবার (২২ মার্চ) দিনব্যাপী ভোটাভুটির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যমুনা।