News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

শিল্পীদের নির্বাচন: ২১ পদে ৪০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-04-19, 9:26am

5445767-a3e7c0be73cf663a2486013f8ed0b0a31745033201.jpg




বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ছোটপর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচন। শনিবার (১৯ এপ্রিল)  সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সহযোগী হিসেবে থাকবেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডের সদস্যরা হলেন- মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

সভাপতি পদে লড়ছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। সহ সভাপতি প্রার্থী ছয়জন। তারা হলেন- আশরাফ টুলু, মো.ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম, শামস সুমন।

সাধারণ সম্পাদক পদে অভিনেতা শাহেদ শরীফ খান এবং অভিনেতা রাশেদ মামুন অপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদের জন্য পাঁচজন প্রার্থী হলেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ। অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

অনুষ্ঠান সম্পাদক পদে এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা, শাহরিয়ার ফেরদৌস সজীব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইন ও কল্যাণ সম্পাদক পদে সুবর্ণা মজুমদার ও সুচন্দা সিকদার লড়ছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুকুল সিরাজ ও প্রিন্স রনি প্রতিদ্বন্দ্বী। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের জন্য ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তারা দুজনই এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না।আরটিভি/