News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-07-04, 9:57pm

61aaa8a990fd7d3c6644ebdd716b44ef1b0d61c20ff6363a-0c21efa1b1c2ddf9abfac0c33a8f0da91751644628.jpg




দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে।

শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি আরও ৪ দাবি জানান সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি সহজ ও স্মার্ট করার প্রয়োজন। বিশ্বের ১৫৭টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি অবস্থান করছেন। তুরস্ক, ফিনল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিজেদের ভোট প্রয়োগ করতে পারেন। অন্য দেশের প্রবাসীরা যদি ভোট প্রয়োগ করতে পারেন তাহলে আমাদের দেশের প্রবাসীরা কেন পারবেন না?

প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকের দাবির মধ্যে রয়েছে- আগামী সংসদ নির্বাচনে সব প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা, ভোটার তালিকা প্রস্তুতির কাজ শিগগিরই শুরু করা, ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা করারও দাবি জানিয়েছে সংগঠনটি।