News update
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

প্রেস কাউন্সিলের নতুন কমিটি, সদস্য হলেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-07-29, 7:44pm

et43543tert-cfdc69cbdd88a1e22427ccb97c7684991753796653.jpg




প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন কমিটিতে বিভিন্ন মহলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী গঠিত প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সরকারের গেজেট আকারে প্রকাশিত এই প্রজ্ঞাপনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী মনোনীত ব্যক্তিদের কার্যকাল হবে এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর।

নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হলেন যারা-

সংবাদপত্র ও সাংবাদিক সংগঠন থেকে মনোনীত

ওবায়দুর রহমান শাহীন (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন)।

দৌলত আকতার মালা (সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম)।

মো. শহিদুল ইসলাম (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন)।

মাহফুজ আনাম (সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার)।

নূরুল কবীর (সম্পাদক, দ্য নিউ এজ)।

দেওয়ান হানিফ মাহমুদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বণিক বার্তা)।

সম্পাদক, প্রকাশক বা ব্যবস্থাপনা সমিতি কর্তৃক মনোনীত

শামসুল হক জাহিদ (সম্পাদক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)।

রমিজ উদ্দিন চৌধুরী (সম্পাদক, দৈনিক পূর্বকোণ)।

আখতার হোসেন খান (উপদেষ্টা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব)।

 প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(৩)(ঘ) অনুযায়ী মনোনীত প্রতিনিধি

অধ্যাপক মোহাম্মদ আজম (মহাপরিচালক, বাংলা একাডেমি)।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত

ড. মো. ফখরুল ইসলাম (সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)।

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক মনোনীত

জয়নুল আবেদীন (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল)।

১৯৭৪ সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে সংস্থাটি গঠিত হয়। প্রেস কাউন্সিল সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোর স্বাধীনতা বজায় রাখতে সহায়তা করে। এছাড়া গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব, মান ও নৈতিকতা উন্নয়নে সহায়তা করা। সংবাদপত্রের বিরুদ্ধে যেকোনো অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। সংবাদপত্রের মানোন্নয়নের জন্য সুপারিশ করা এবং সংবাদপত্রের স্বাধীনতা ও নৈতিকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংস্থাটি কাজ করে।