News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

ভুক্তভোগী নারী ও তার স্বজনের প্রতিবিধানে ফৌজদারী বিচার ব্যবস্থার ভূমিকা

সংগঠন সংবাদ 2022-05-19, 11:03am

Woman



নারীপক্ষ নারী মুক্তির আন্দোলনের ইতিহাস ও বিভিন্ন মাত্রা নিয়ে সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও নারী মুক্তির আন্দোলন  শীর্ষক  প্রজন্মান্তরে আলাপচারিতার উদ্যোগ নিয়েছে ।

আলাপচারিতার এই পর্বে স্বাধীনতার ৫০ বছরে নারীর উপর সহিংসতা রোধে বাংলাদেশের প্রচলিত ফৌজদারী বিচার ব্যবস্থা কতটা ভূমিকা রাখতে পারছে,তার একটি বিশ্লেষণ ও চিন্তা ভাবনা তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

“ভুক্তভোগী নারী ও তার স্বজনের প্রতিবিধানে (reparation) ফৌজদারী বিচার ব্যবস্থার ভূমিকা : আইন ও এর প্রয়োগ” শীর্ষক এই আলাপচারিতা ১০ জ্যৈষ্ঠ ১৪২৯/২৪ মে ২০২২ মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ অন্তর্জালে অনুষ্ঠিত হবে এবং ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

এই আলাপচারিতায় আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন:

১. বিচারপতি কৃষ্ণা দেবনাথ, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীমকোর্ট

২. তাসলিমা ইয়াসমীন সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৩. ইউ এম হাবিবুন নেসা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীমকোর্ট  এবং সদস্য  নারীপক্ষ 

সঞ্চালনা করবেন মাহীন সুলতান, নির্বাহী সদস্য, নারীপক্ষ