News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে হাজার হাজার বিক্ষোভকারী

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-07-10, 6:54am




শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে শনিবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয় এবং তার পদত্যাগ দাবি করে।

শ্রীলঙ্কার পত্রিকা দ্য ডেইলি মিরর জানায় যে, পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেও সমবেত জনতাকে ঐ ভবনে প্রবেশ করা ঠেকাতে পারেনি।

শুক্রবার নিরাপত্তার খাতিরে রাজাপাকসেকে তার বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছে।

বিক্ষোভকারীরা অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে অনড় অবস্থান গ্রহণ করে। আর, রাতে আদালতের এক রায়ে বলা হয় যে তার বাসভবনে বিক্ষোভকারীদের প্রতিবাদ করার অধিকার আছে।

আর্থিক সংকটে জর্জরিত দেশটির দ্রুতগতিতে বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অপারগতা এবংজ্বালানী, খাদ্য ও ওষুধ আমদানিতে অপারগতার কারণে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা বাড়তে থাকে।

কয়েক সপ্তাহ ধরে চলমান সংকটে হতাশ দেশটির লক্ষ লক্ষ মানুষ রাজধানীতে এসে জড়ো হয়েছে। শুক্রবার গাড়ি ও ট্রাকের জন্য জ্বালানি ফুরিয়ে যায় এবং মূল্যস্ফীতি বর্তমানে ৬০ শতাংশে পৌঁছেছে।

এক প্রতিবেদক জানান যে, টিনজাত এক বাক্স নাশপাতি ১০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।