News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

রুশ হামলায় ইউক্রেনে ১৩ বেসামরিক নাগরিক নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-08-10, 10:11pm




ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ডিনিপ্রোপেট্রোভস্ক এলাকায় রাশিয়ান হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। স্থানীয় গভর্ণর ও বুধবার এ কথা জানান।

ভ্যালেনটিন রেজনিচেস্কো এক টেলিগ্রামে লিখেছেন, ‘এটি একটি ভয়ানক রাত ছিল, হামলায় ১১ জন নিহত হয়েছে।’

পরে এক পোস্টে তিনি জানান, এই হামলায় আহতদের মধ্যে আরো ২ জন নিহত হয়েছে। তথ্য সূত্র বাসস।