News update
  • Chief Adviser Dr. Yunus leaves Dhaka for Davos to attend WEF     |     
  • Fertiliser crisis hits Shailkupa Onion farmers in peak season     |     
  • Trump returns to power after unprecedented comeback     |     
  • US Charge d’affaires Tracey Jacobson calls on Chief Adviser     |     
  • Infections cause 20-40% of newborn deaths in BD: Study     |     

রুশ হামলায় ইউক্রেনে ১৩ বেসামরিক নাগরিক নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-08-10, 10:11pm

img_20220810_221215-f9876f24d4f92c4f4742c9362e9ed6d11660147965.jpg




ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ডিনিপ্রোপেট্রোভস্ক এলাকায় রাশিয়ান হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। স্থানীয় গভর্ণর ও বুধবার এ কথা জানান।

ভ্যালেনটিন রেজনিচেস্কো এক টেলিগ্রামে লিখেছেন, ‘এটি একটি ভয়ানক রাত ছিল, হামলায় ১১ জন নিহত হয়েছে।’

পরে এক পোস্টে তিনি জানান, এই হামলায় আহতদের মধ্যে আরো ২ জন নিহত হয়েছে। তথ্য সূত্র বাসস।