News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

কাবুলে নিরাপত্তা চৌকিতে বোমা বিস্ফোরণ, কয়েকজন হতাহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-01-02, 7:33am

09410000-0a00-0242-d5c6-08daec162e7b_w408_r1_s-b2691e2b14e8cd0d7beef9e33040c31b1672623215.jpg




কাবুলের সামরিক বিমানবন্দরে একটি চেকপয়েন্টের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণে "বেশ কিছু" লোক নিহত ও আহত হয়েছে। এটি আফগানিস্তানে ২০২৩ সালের প্রথম মারাত্মক বিস্ফোরণ বলে একজন তালিবান কর্মকর্তা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে ২০২১ সালে তালিবান সরকার আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে, ইসলামিক স্টেট গ্রুপের আঞ্চলিক সহযোগী, ইসলামিক স্টেট খোরাসান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীটি আক্রমণের ধার বাড়িয়েছে। তারা তালিবান টহল এবং আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

সামরিক বিমানবন্দরটি বেসামরিক বিমানবন্দর থেকে মাত্র প্রায় ২০০ মিটার দূরে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুব কাছাকাছি অবস্থিত। গত অক্টোবরে ওই একই স্থানে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেছেন, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। তবে তিনি বোমা হামলা সম্পর্কে সঠিক কোনও পরিসংখ্যান কিংবা বিস্তারিত তথ্য দেননি। তিনি বলেছেন, হামলার বিশদ বিবরণ তদন্তের পর জানিয়ে দেয়া হবে।

যদিও বিস্ফোরণস্থলের ছবি কিংবা ভিডিও করতে বাধা দেয় তালিবান নিরাপত্তা বাহিনী, তবে যেটুকু দেখা গেছে, তাতে চেকপয়েন্টটি ক্ষতিগ্রস্ত হলেও আপাত অক্ষত বলেই মনে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য কাবুলের পুলিশ প্রধান খালিদ জাদরানের একজন মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তাকে পাওয়া যায়নি। তথ্য সূত্র আরটিভি নিউজ।