News update
  • Prof Yunus to focus on digital health, youths, ‘Three Zeros’     |     
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     

আমেরিকায় চীনা নববর্ষ উৎসবে গুলি, নিহত ১০

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-01-22, 7:01pm

dc0561e0-9a43-11ed-af36-9ffac86ecc1f-2-351d4722ca85643d35fdaa91795e84871674392498.jpg




যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বলরুম নাচের স্টুডিওতে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছে, পুলিশ জানিয়েছে।

তারা বলছে, এই ঘটনায় আরও ১০ ব্যক্তি আহত হয়েছে এবং সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক।

শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে এই ঘটনা ঘটে।

এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ঐ শহরে জড়ো হয়েছিলেন।

লস এঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানাচ্ছে, হামলাকারী একজন পুরুষ।

তারা একজন সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে যে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছ

কিন্তু তার সম্পর্কে অন্য কোনো বিবরণ দেয়নি।

ক্যাপ্টেন অ্যান্ড্রু মায়ার জানাচ্ছেন, জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারাই নিশ্চিত করেছে যে ১০ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং তারা স্থানীয় হাসপাতালে রয়েছেন।

তাদের অবস্থা স্থিতিশীল থেকে গুরুতর পর্যন্ত বর্ণনা করা হচ্ছে।

তদন্তকারীরা বলেছেন, এই আক্রমণকে ঘৃণামূলক অপরাধ হিসাবে বিবেচনা করা হচ্ছে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে কারণ ঐ এলাকায় মেশিনগান হাতে একজন লোককে দেখা গেছে।

"কাছাকাছি একটি নাচের স্টুডিওতে এই হামলা ঘটেছে বলে দৃশ্যত মনে হচ্ছে," পত্রিকাটির একজন রিপোর্টার জিওং পার্ক বিবিসিকে বলছিলেন, "সেখানে একজন বন্দুকধারী গিয়েছিল, যার হাতের অস্ত্রটিকে একজন প্রত্যক্ষদর্শী একটি মেশিনগান হিসাবে বর্ণনা করেছেন।"

"হামলাকারী বেশ কিছু এশিয়ান- আমেরিকানের ওপর একাধিক রাউন্ড গুলি চালায়।"

একজন প্রত্যক্ষদর্শী তাকে জানান, ঘটনার কয়েক মিনিট পর এক ব্যাক্তিকে একটি গাড়িতে চড়ে পালিয়ে যেতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলিতে অকুস্থলে বহু পুলিশ উপস্থিত দেখা গেছে।

চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে এক লক্ষেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন।

মন্টেরি পার্কের জনসংখ্যা প্রায় ৬০ হাজার এবং এদের একটি বিশাল এশীয় বংশোদ্ভূত। তথ্য সূত্র বিবিসি বাংলা।