News update
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     
  • Sea erosion shrinking Sundarbans forests      |     

বাঁধ ধ্বংসের পর ইউক্রেনকে ৫০ লক্ষ ডলারের মানবিক সহায়তা প্রদানের পরিকল্পনা জাপানের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-06-10, 10:57am

429981_32761_l-1fd53b1e72a5d1d85d690e3188b348631686373055.jpeg




জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকিকে জানিয়েছেন যে দক্ষিণ ইউক্রেনে একটি বাঁধ ধ্বংসের কারণে ক্ষতিগ্রস্ত অধিবাসীদের জন্য প্রায় ৫০ লক্ষ ডলারের সমপরিমাণ জরুরি মানবিক সহায়তা প্রদানের পরিকল্পনা করছে জাপান।

কিশিদাশ টেলিফোনে যেলেন্সকিকে জানিয়েছেন যে জাপান একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই সহায়তা প্রদান করবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।