News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

উত্তর কোরিয়ার সাথে সামরিক মহড়ার কথা বিবেচনা করছে রাশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-09-06, 9:05am

20230905_21_1296833_l-6c44edae041e46e160f2ba488ce81b931693969551.jpg




রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে, তারা পিয়ংইয়াংয়ের সাথে যৌথ সামরিক মহড়া চালাতে পারে।

সাংবাদিকদের সাথে আলাপকালে সোমবার সেরগেই শোইগু বলেন, এই দেশ দু’টি সামরিক মহড়া নিয়ে আলোচনা চালাচ্ছে।

উল্লেখ্য, রাশিয়া ইতিমধ্যেই চীনের সাথে যৌথ মহড়া চালাচ্ছে। শোইগু বলেন, রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলো তাদের “চীনা সহকর্মী”দের সাথে টহল দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা পরিষেবা প্রাথমিকভাবে এই খবরের কথা সোমবার জাতীয় সংসদের এক বৈঠকে জানায়।

বৈঠকে উপস্থিত আইনপ্রণেতারা বলছেন, দৃশ্যত জুলাই মাসের শেষ নাগাদ উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে এক আলোচনা চলাকালীন শোইগু এই ধারণার কথা প্রস্তাব করেন। তবে উত্তর কোরিয়া এতে কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তথ্য সূত্র এনএইচকে ওয়ার্ল্ড বাংলা। তথ্য সূত্র এনএইচকের ওয়ার্ল্ড বাংলা।