News update
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     

আজারবাইজানের কারাবাখ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের’ আহ্বান জাতিসংঘ প্রধানের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-09-20, 12:59pm

image-106969-1695188568-137b72c4ae2aaeb39cfb16102ea185b01695193155.jpg




জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার নাগোর্নো-কারাবাখ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। সেখানে আজারবাইজান বাহিনী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। খবর এএফপি’র।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘মহাসচিব এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করার ও উত্তেজনা হ্রাসের পাশাপাশি ২০২০ সালের যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা কঠোরভাবে পালনের জোরালো আহ্বান জানিয়েছেন।’ বাসস