News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

আজারবাইজানের কারাবাখ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের’ আহ্বান জাতিসংঘ প্রধানের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-09-20, 12:59pm

image-106969-1695188568-137b72c4ae2aaeb39cfb16102ea185b01695193155.jpg




জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার নাগোর্নো-কারাবাখ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। সেখানে আজারবাইজান বাহিনী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। খবর এএফপি’র।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘মহাসচিব এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করার ও উত্তেজনা হ্রাসের পাশাপাশি ২০২০ সালের যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা কঠোরভাবে পালনের জোরালো আহ্বান জানিয়েছেন।’ বাসস