News update
  • Explosion Tears Through Keraniganj Madrasa Classroom     |     
  • EC to Decide on Tarique, Zaima’s Voter List Entry     |     
  • Tarique Rahman Pays Tribute at Shaheed Osman Hadi’s Grave     |     
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     

সত্যিকারের বিপর্যয়ের মুখোমুখি গাজা : ডব্লিউএইচও

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-10-17, 8:57am

resize-350x230x0x0-image-244011-1697478937-631271ff63a59565b185bb6dd12908dd1697511458.jpg




গাজায় মাত্র ২৪ ঘণ্টার পানি, বিদ্যুৎ ও জ্বালানি অবশিষ্ট আছে। এর পরই শুরু হবে ‘সত্যিকারের বিপর্যয়’। মেডিকেল সহায়তা না পৌঁছালে রোগীদের জন্য মৃত্যু সনদ লিখতে শুরু করতে হবে চিকিৎসকদের।

সোমবার (১৬ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)'র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক আহমেদ আল-মানধারী বার্তা সংস্থা এএফপিকে এসব কথা বলেন।

আহমেদ আল-মানধারী সতর্ক করে দিয়ে বলেন, বোমাবর্ষণে বিধ্বস্ত ও অবরুদ্ধ এলাকাগুলোতে অবশ্যই ত্রাণ পৌঁছানোর অনুমতি দিতে হবে। অত্যাবশ্যকীয় ত্রাণ বহনকারী শত শত ট্রাক এখন মিসরের রাফা সীমান্তে আটকে আছে। তাই দ্রুত ত্রাণ সহায়তা দেয়ার আহ্বান জানান তিনি।

গাজার হাসপাতালগুলোতে প্রতি মিনিটে একজন করে রোগী ভর্তি হচ্ছেন। ফলে হাসপাতালগুলোতে হামলায় আহত রোগীর চাপ ব্যাপকহারে বেড়েছে বলে দাবি করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ দিকে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ইসায়েলি হামলায় ২৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় ২৮০৮ নিহত হয়েছেন। ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২৫৪ জন। এর মধ্যে ৬৪ শতাংশই নারী ও শিশু। চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ ৩৭ চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজার ৮৫৯ ফিলিস্তিনি। হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।