News update
  • Fire Kills 4 in Dhaka's Shahjadpur     |     
  • Ukrainians continue to flee frontline as war enters 4th year     |     
  • Vehicles torched as Worker’s death sparks protest in Gazipur     |     
  • SC upholds Khaleda’s acquittal in Zia Charitable Trust case     |     
  • BSF bid to build fence along Lalmonirhat border foiled     |     

২০ হাজারেরও বেশি আহত লোক এখনও গাজায়: এমএসএফ

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-11-02, 7:57pm

image-112714-1698908217-1b8533001cfd1b83108c09bd7394ec741698933435.jpg




গাজা উপত্যকায় এখনও ২০ হাজারেরও বেশি আহত লোক আটকা পড়ে আছে। ডক্টরস উইদাউট বডার্স(এমএসএফ) এ কথা জানিয়েছে।

যদিও প্রাথমিকভাবে বিদেশী পাসপোর্টধারী ও মারাত্মক আহত ফিলিস্তিনীদের মিসর সীমান্ত পাড়ি দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

এমএসএফ এক বিবৃতিতে বলেছে, গুরুতর আহত যেসব লোক রাফাহ সীমান্ত ক্রসিং পাড়ি দিয়েছে তাদের মধ্যে ২২ জন আন্তর্জাতিক স্টাফ রয়েছে।

এমএসএফ আরো বলেছে, অবরুদ্ধ অবস্থার কারনে গাজায় এখনও ২০ হাজারেরও বেশি আহত লোক সামান্য স্বাস্থ্য সেবা পাচ্ছে।

এমএসএফ আরো বেশি সংখ্যক লোককে গাজা ত্যাগের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইরাইলে হামলা চালালে ইসরাইলও গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। এ আক্রমণ অব্যাহতভাবে চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৮,৮০০ লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২২ হাজারেরও বেশি লোক। তথ্য সূত্র বাসস।