News update
  • Top Russian court bans LGBT movement as 'extremist'     |     
  • Kissinger, secy of state under Presidents Nixon and Ford, dies at 100     |     
  • Hostel fire kills 13 people in Kazakhstan     |     
  • Seven missing after US Osprey crashes off Japan     |     
  • US Memo on Worker Rights may target Bangladesh, it is feared     |     

গাজার উত্তরাঞ্চলে হাসপাতালে ইসরাইলি হামলায় ১২ জন নিহত

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-11-20, 6:47pm

image-115192-1700474718-6269ba27cf95d9f64a7d9ae5c1ebc54a1700484446.jpg




হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় একটি হাসপাতালে ইসরাইলি হামলায় ১২ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, সেখানে ইন্দোনেশীয় ওই হাসপাতাল লক্ষ্য করে ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় ১২ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়।

নিহতদের মধ্যে রোগী ও তাদেও সঙ্গীরা রয়েছে।