News update
  • Show-cause notices on Sylhet DC, 4 others over mobile court     |     
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     

মেক্সিকোতে হলিডে পার্টিতে সন্ত্রাসী হামলা, নিহত ১২

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-12-18, 9:18am

resize-350x230x0x0-image-252267-1702867617-6d979c8df13c285724193095994bf2b41702869483.jpg




মেক্সিকোতে একটি হলিডে পার্টিতে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ১২ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে একটি হলিডে পার্টিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে।

সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে আক্রমণ করে। এতে পার্টিতে যোগ দেওয়া এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানায়।

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুবই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তথ্য সূত্র  আরটিভি নিউজ/রয়টার্স ।