News update
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     

জর্ডানে ড্রোন হামলায় ৩ আমেরিকান সৈন্য নিহত, বাইডেন ইরান-সমর্থিত জঙ্গিদের দোষ দিলেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-01-29, 8:55am

isufifa89d9o-7385cc6c0313173e63f0ea70719e789b1706496922.jpg




যুক্তরাষ্ট্র বলেছে জর্ডানে সিরিয়া সীমান্তের কাছে এক ড্রোন হামলায় তিনজন আমেরিকান সৈন্য নিহত হয়েছে।

‘’আজ আমেরিকার হৃদয় ভারী। গত রাতে, উত্তরপূর্ব জর্ডানে, সিরিয় সীমান্তের কাছে আমাদের অবস্থানে চালক-বিহীন আকাশ যানের হামলায় তিনজন আমেরিকান সামরিক বাহিনী সদস্য নিহত হয় – এবং অনেকে আহত হয়েছে,’’ প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন।

‘’আমার এখনো এই আক্রমণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছি, কিন্তু আমরা জানি এই হামলা চালিয়েছে সিরিয়া এবং ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠী,’’ প্রেসিডেন্ট বাইডেন বলেন। ভয়েস অফ আমেরিকা