News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

জর্ডানে ড্রোন হামলায় ৩ আমেরিকান সৈন্য নিহত, বাইডেন ইরান-সমর্থিত জঙ্গিদের দোষ দিলেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-01-29, 8:55am

isufifa89d9o-7385cc6c0313173e63f0ea70719e789b1706496922.jpg




যুক্তরাষ্ট্র বলেছে জর্ডানে সিরিয়া সীমান্তের কাছে এক ড্রোন হামলায় তিনজন আমেরিকান সৈন্য নিহত হয়েছে।

‘’আজ আমেরিকার হৃদয় ভারী। গত রাতে, উত্তরপূর্ব জর্ডানে, সিরিয় সীমান্তের কাছে আমাদের অবস্থানে চালক-বিহীন আকাশ যানের হামলায় তিনজন আমেরিকান সামরিক বাহিনী সদস্য নিহত হয় – এবং অনেকে আহত হয়েছে,’’ প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন।

‘’আমার এখনো এই আক্রমণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছি, কিন্তু আমরা জানি এই হামলা চালিয়েছে সিরিয়া এবং ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠী,’’ প্রেসিডেন্ট বাইডেন বলেন। ভয়েস অফ আমেরিকা