News update
  • Bangladesh Sent Garments to 36 Nations via India     |     
  • NBR scramble to meet IMF conditions on revenue collection     |     
  • Gaza: UN rights office condemns Israeli buffer zone plan     |     
  • US tariffs move could see 3% fall in global trade: Top UN economist     |     

রাশিয়ার ৮০ শতাংশেরও বেশি মানুষ পুতিনের কাজকে সমর্থন করেন : জরিপ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-03-09, 5:11pm

jhji-5d90c7293f965c8f411231cfa89eea021709982679.jpg




রাশিয়ার ৮০ শতাংশেরও বেশি মানুষ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাজকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। জনমত ফাউন্ডেশন (এফওএম) পরিচালিত এক জরিপে তারা এ মূল্যায়ন করেন। খবর তাসের।

ফাউন্ডেশনের জরিপ প্রতিবেদনে বলা হয়, এতে অংশ নেওয়া ৮৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা পুতিনের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। পুতিনের প্রতি রাশিয়ার প্রায় ৮২ শতাংশ মানুষের আস্থা রয়েছে।

এছাড়া জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ রাশিয়ান সরকারের কাজের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

এদিকে ৫৩ শতাংশ উত্তরদাতা পুতিনের দলকে ভোট দেবেন বলেও জানান।

২০২৪ সালের ১ থেকে ৩ মার্চ পর্যন্ত রাশিয়ার প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে এ জরিপ চালানো হয়।