News update
  • UN Chief Urges Leaders to Curb Warming, Protect Planet     |     
  • Tk 3.38cr Project to Restore Sonadia’s Biodiversity     |     
  • Global Emissions Fall Slowly, Experts Urge Renewables Push     |     
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলায় নিহত ৩৪

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-04-30, 1:29pm

hduiid-982a8fc1ef92a843f84d0a4d7ab5012f1714462168.jpg




ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। চুক্তির বিষয়ে ইসরায়েলের দেওয়া পাল্টা প্রস্তাব পর্যালোচনা শেষে হামাস বলেছে, প্রস্তাবের বিষয়ে তাদের ‘বড় ধরনের আপত্তি’ নেই। এদিকে এরই মধ্যে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় গাজায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ এপ্রিল) দেশটিতে ইসরায়েলের বিমান হামলায় নুসিরাত শরণার্থী শিবিরে তিনজন এবং গাজা শহরে দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে একদিনে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে তিনটি বাড়িতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে গাজায় প্রাণহানির সংখ্যা ৩৪ হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধারা নজিরবিহীন হামলা চালায়। ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়েছে বলে ভাষ্য ইসরায়েলের। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলা। এ হামলা চলাকালে হামাসের যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশিকে ধরে গাজায় নিয়ে বন্দি করে রাখে।