News update
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     

পাকিস্তানে যানবাহন থামিয়ে গুলি করে ২২ জনকে হত্যা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-08-26, 12:31pm

tryreyeryt-51bece3152982a537e2940ef3b6fbeec1724653901.jpg




পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে লোকজনকে বের করে জাতিগত পরিচয় জেনে বেছে বেছে ২২ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

সোমবার (২৬ আগস্ট) ভোরে পাকিস্তানের অভাবগ্রস্ত বেলুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এই প্রদেশটি জাতিগত, গোত্রগত ও বিচ্ছিন্নতাবাদী সংঘাতে জর্জরিত এবং নিরাপত্তা বাহিনীকে বেশিরভাগ সময় এসব সমস্যাই মোকাবিলা করতে হয়।

এ বিষয়ে মুসাখাইল জেলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাজিবুল্লাহ কাকার বলেন, ‘পাঞ্জাবের সঙ্গে বেলুচিস্তানের সংযোগ রক্ষাকারী মহাসড়কে জঙ্গিরা বেশকিছু বাস, ট্রাক ও ভ্যান থামিয়ে কমপক্ষে ২২ জনকে হত্যা করেছে এবং এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।’

নাজিবুল্লাহ কাকার বলেন, ‘পাঞ্জাবমুখী এবং পাঞ্জাব থেকে ছেড়ে আসা যানবাহনে তল্লাশি চালানো হয় এবং পাঞ্জাবের লোকজনকে শনাক্ত করে গুলি করা হয়।’ তিনি জানান, ১৯ জন পাঞ্জাবি ও তিনজন বেলুচ অধিবাসীকে মেরে ফেলা হয়েছে। নিহতদের অধিকাংশই পাঞ্জাবি শ্রমিক।

হামিদ জাহরি নামের আরেক কর্মকর্তাও মৃতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মনে করা হচ্ছে বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সন্ত্রাসীরা এই ঘটনার পেছনে রয়েছে।’

এই এলাকাটিতে বিএলএ সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন।