News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরাইলের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-09-26, 6:26am

aa0798834cc34a451c7cea78b1786ccb41783504d05f804f-0a53528093bceeb59de6fcf87ed95f241727310429.jpg




অব্যাহত বিমান হামলার মধ্যেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসরাইলের এক শীর্ষ জেনারেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বুধবার ঘোষণা করেছেন, ইরান সমর্থিত হিজবুল্লাহর হুমকি দূর করতে সামরিক বাহিনী লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আপনি আমাদের উপরের বিমানের শব্দ শুনতে পাচ্ছেন, আমরা সারাদিন আক্রমণ করছি।

মহড়ায় সেনাদের উদ্দেশে হালেভি বলেন, ‘লেবাননে প্রবেশের জন্য প্রস্তুত হও এবং হিজবুল্লাহর ক্ষতি করা অব্যাহত রাখ।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা থামব না, আক্রমণ অব্যাহত রাখব এবং সর্বত্র তাদের ওপর হামলা অব্যাহত রাখব। লক্ষ্য খুব পরিষ্কার, উত্তরের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনা। এটি করার জন্য, আমরা (স্থল) অভিযানের প্রস্তুত নিচ্ছি।’

এদিকে সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরাইলের সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। স্থল অভিযানের জন্য মহড়ায় অংশ নেয়া সেনাদের সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট জানান, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্ত স্থানান্তর করা ‘সাঁজোয়া বহরের যোদ্ধা ও প্যারাট্রুপারদের’ সঙ্গে দেখা করেছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িঘরে ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যেকোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক।’

লেবাননে ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কথা বলেছে মার্কিন প্রতিরক্ষা দফতর-পেন্টাগন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির মুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘মনে হচ্ছে না স্থল অভিযান আসন্ন। আমরা অবশ্যই এমন কোনো পদক্ষেপ দেখতে চাই না যা এই অঞ্চলে আরও উত্তেজনা বৃদ্ধি করতে পারে। আমরা সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পরা বন্ধে একটি কূটনৈতিক সমাধান দেখতে চাই।’

ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের জন্য সৈন্যদের প্রস্তুত হওয়ার কথা বলার পর যুক্তরাষ্ট্রের এই মন্তব্য এল।

মার্কিন সামরিক বাহিনী লেবাননে ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে গোয়েন্দা সহায়তা দিচ্ছে না বলেও সিং জানান।

এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বুধবার দক্ষিণ লেবানন ও পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকাসহ দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়।

গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলায় ৫৬৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৫০ শিশুও রয়েছে। আহত হয়েছেন প্রায় দুই হাজার। হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েকদিনে তারা হিজবুল্লাহর ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। বুধবার ইসরাইলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলে বলেন, ‘গত তিনদিনে আমরা লেবাননে ২ হাজারের বেশি হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা করেছি, এর মধ্যে আজ কয়েক শ লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।’

অন্যদিকে ইসরাইলি হামলার জবাবে পাল্টা রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। প্রথমবারের মতো তেল আবিবের কাছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর লক্ষ্য করে হামলার দাবি করে সংগঠনটি। তবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ এবং লেবাননে সাম্প্রতিক হামলার সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। এ জন্য তেল আবিবে মোসাদের সদর দফতর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।