News update
  • Bangladesh's Per Capita Debt Rises Sharply to $483     |     
  • Yunus to Visit UK in June to Boost Bangladesh-UK Ties     |     
  • Over 100 cattle swept away by tidal surge in Munshiganj     |     
  • Economic Growth Is the Wrong Metric for Our Time     |     
  • Preserving Biodiversity Key to Human Survival: UN Warns     |     

তাইওয়ান প্রণালীতে এই প্রথম যুদ্ধজাহাজ পাঠালো জাপান

ডয়েচে ভেলে সংঘাত 2024-09-27, 1:18pm

img_20240927_131621-1a3ac46cde306400e94a0d05ce6438041727421529.jpg




জাপানের মিডিয়া জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে টহল দেয়ার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। চীন দাবি করে, এটা তাদের এলাকা।

জাপানের দুইটি দ্বীপের কাছে চীন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর পরই জাপান তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠালো। জাপানের সংবাদপত্র ইয়োমিউরি শিমবুন সরকারি অফিসারদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে। সেজন্যই এই প্রথমবার তাইওয়ানের প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠালো জাপান।

একই দিনে চীন জানিয়েছিল, তারা প্রশান্ত মহাসাগর এলাকায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা করেছে। বুধবার সকালে জাপানের যুদ্ধজাহাজ পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে। ১০ ঘণ্টা পরে তা গন্তব্যে পৌঁছায় বলে জাপানের সংবাদপত্র জানিয়েছে।

রিপোর্ট অনুসারে, জাপানের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ। গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার তাইওয়ানের কাছে জাপানের দুইটি দ্বীপের পাশে চলে যায়। তার সঙ্গে ছিল দুইটি ডেস্ট্রয়ার।

সূত্র উদ্ধৃত করে সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন। কারণ, তার মতে, জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে। তার কোনো জবাব না দিলে চীন আরো আগ্রাসী মনোভাব দেখাবে। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয় নিয়ে কিছু জানায়নি।

চীনের নেতা শি জিনপিং বারবার চীনের একীকরণের কথা বলছেন। বেজিং মনে করে, তাইওয়ান চীনের অংশ। তারা দাবি করে এই প্রণালীর জলের উপরও তাদের অধিকার রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অনেক দেশেরই মত হলো, তাইওয়ান প্রণালীতে টহল দেয়াটা সাধারণ ঘটনা। জলপথ ব্যবহারের স্বাধীনতা সব দেশের আছে।