News update
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     

জেন জেডদের ওপর নির্ভর করছেন কমলা হ্যারিস

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-10-26, 12:45pm

img_20241026_124443-e5241a66e5b0e24ca6aa37a0912d6c001729925110.jpg




মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে। বাকি আছে হাতে গোনা কয়েক দিন। একটি ক্যাম্পেইনে কমলা হ্যারিস সরাসরি জেন জেড ভোটারদের উদ্দেশে কথা বলেছেন। যাদের জন্ম ১৯৯০-এর দশকের শেষের দিকে ও ২০১০-এর প্রথম দিকে। খরব আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস বলেছেন, আমি কিছু কথা বলতে চাই, বিশেষ করে এখানে ও আমেরিকাজুড়ে সব তরুণ নেতাদের সঙ্গে। আমাদের এখানে জেন জেড থেকে কেউ আছে?

ডেমোক্র্যাট এই প্রার্থী বলেন, আমি তোমাদের ওপর নির্ভর করছি। কারণ, আমি তোমাদের সম্পর্কে যে জিনিসটি পছন্দ করি তা হলো পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য না ধরা। আমি তোমাদের দেখছি ও তোমাদের পাওয়ার দেখছি।

এরপর কমলা তার বক্তব্য শেষ করেন এই বলে যে, তোমরা কি তোমাদের কণ্ঠস্বর শোনাতে প্রস্তুত?

নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তরুণ ভোটারদের বেশ গুরুত্ব দিচ্ছেন হ্যারিসের টিম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ভোটররা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব রাখতে পারে।

নির্বাচনকে সমনে রেখে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতিতে এখনো অনড় আছেন। টেক্সাসে এক বক্তব্যে তিনি মার্কিন নাগরিকদের হত্যার জন্য অভিবাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানান।