News update
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     
  • BFIU seeks bank records of ex-BB governors, deputies     |     
  • Wealth Concentration Creates Discrimination, Injustice: CA     |     

ওয়াশিংটন ডিসির রাস্তায় ন্যাশনাল গার্ড, সাঁজোয়া যান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-08-13, 1:06pm

dfsgdtgretret43-03a19cdd43f051cf09a03905f1cd528e1755068773.jpg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ন্যাশনাল গার্ডের সৈন্যরা ওয়াশিংটন ডিসির রাস্তায় উপস্থিত হতে শুরু করেছে। ট্রাম্প স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) শহরটিতে সৈন্য মোতায়েনের ঘোষণা দেন এবং স্থানীয় পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেন, যার পেছনে তিনি যুক্তি দিয়েছেন যে শহরে সহিংস অপরাধের হার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন পর্যটন ও শহুরে এলাকায় সাঁজোয়া যান দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৮০০ জন ন্যাশনাল গার্ড সদস্য এবং ৫০০ জন ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী এজেন্ট মোতায়েন করা হবে। খবর বিবিসির। 

ডেমোক্র্যাট দলের সদস্য ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোউসর দাবি করেছেন, শহরে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে নয় এবং এই সৈন্য মোতায়েনকে তিনি “নির্বাচনী শাসনবাদের প্রচেষ্টা” হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প নিউইয়র্ক এবং শিকাগোতেও একই ধরনের সৈন্য মোতায়েনের হুমকি দিয়েছেন, যেখানে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন স্থানীয় সরকার রয়েছে।

ট্রাম্পের ঘোষণার পর থেকে সেনারা শহরে আসতে শুরু করেছে। তারা সরকারি ভবনগুলোয় ব্যারিকেড বসাচ্ছে এবং পর্যটকদের সঙ্গে ছবি তুলছে।

সোমবার (১১ আগস্ট) রাতে ফেডারেল এজেন্টরা ২৩ জনকে গ্রেপ্তার করেছে বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, আগ্নেয়াস্ত্র আইনের ভঙ্গ, মাদক বিক্রি, অবৈধ কাজকর্ম, হেনস্তা, অবাধ্য চালনা ও অন্যান্য অভিযোগ রয়েছে।

লেভিট বলেছেন, “এটি মাত্র শুরু। পরবর্তী এক মাসে ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে সকল সহিংস অপরাধীকে গ্রেপ্তার করবে যারা আইন ভঙ্গ করে, জনসুরক্ষা বিঘ্নিত করে এবং আইন মান্যকারী আমেরিকানদের বিপন্ন করে।”

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, গ্রেপ্তারকৃতদের অর্ধেকের বেশি ঘটনায় এজেন্টরা সরাসরি যুক্ত ছিলেন।

ওয়াশিংটন ডিসির মেয়র এবং পুলিশের প্রধান উভয়েই বলেছেন, তারা ফেডারেল এজেন্টদের সহায়তা কাজে লাগানোর একই লক্ষ্য নিয়ে কাজ করছেন।

মেয়র বোউসর বলেছেন, “আমার ফোকাস ফেডারেল সহায়তার সর্বোত্তম ব্যবহার।”

পুলিশ প্রধান পামেলা স্মিথ বলেন, “আমাদের রাস্তা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সরানো দরকার এবং ফেডারেল উপস্থিতি শহরকে আরও সুরক্ষিত করবে।”

তবে মঙ্গলবার রাতের একটি টাউন হল মিটিংয়ে মেয়র ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “আমাদের শহর, আমাদের স্বায়ত্তশাসন রক্ষা করতে হবে, এই ব্যক্তি থেকে মুক্তি পেতে হবে এবং একটি ডেমোক্র্যাটিক হাউস নির্বাচন করতে হবে, যাতে এই শাসনবাদের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি হয়।”

এদিকে, ওয়াশিংটন ডিসির ট্রেন্ডি এলাকা লগান সার্কেলে সোমবার রাতে একজন সশস্ত্র অপরাধীর গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ায় এলাকায় ম্যানহান্ট শুরু হয়েছে। ঘটনাটি প্রেসিডেন্টের বাসার মাত্র এক মাইল দূরে ঘটেছে।

এটি এই বছরের শহরে ১০০তম হত্যাকাণ্ড বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি কালো শার্ট পরিধান করে একটি রাইফেল বহন করছিল।

ঘটনার পর নিরাপত্তা বাড়াতে প্রেসিডেন্টের বাসার বাইরে মার্কিন সিক্রেট সার্ভিস নিরাপত্তা জোরদার করেছে।

ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সহিংস অপরাধের হার শীর্ষে পৌঁছেছিল, কিন্তু গত বছরে তা ৩৫ শতাংশ কমে তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

তবে ডিসি পুলিশের ইউনিয়নের চেয়ারম্যান গ্রেগ পেমবার্টন এই তথ্য অস্বীকার করে বলেছেন, “পুলিশ অপরাধের তথ্য বিকৃত করছে এবং একটি মিথ্যা নিরাপত্তার ধারণা তৈরি করছে, যেখানে সম্প্রদায়গুলো দুর্ভোগে রয়েছে।”

এফবিআই’র তথ্যও গত বছরে শহরে অপরাধের ৯ শতাংশ কমে যাওয়ার ইঙ্গিত দেয়।