News update
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     
  • Customs duty on dates imports cut ahead of Ramadan     |     
  • NBR extends VAT exemption on Metro Rail services     |     
  • People eagerly await Tarique Rahman's homecoming Thursday     |     
  • Palm trees axed in Naogaon bypass for safety of electric line     |     

গাজায় ভয়াবহ বিমান হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরাইলের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-10-20, 8:05am

rtewrwerwe-71111d2b6fa847a3ed99495f0d8590721760925905.jpg




দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আটকে দেয়া হয়েছে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ।

স্থানীয় সময় রোববার (১৯ অক্টোবর) সকালে গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। হাসপাতাল সূত্রে জানা যায়, ইসরাইলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছে অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা।

আল জাজিরা বলছে, গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফাহ ও আল-জাওয়াইদা এলাকায় হামলা চালানো হয়। আল-জাওয়াইদা শহরে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় আল-আওদা হাসপাতাল।

এছাড়া মধ্য গাজার এক আবাসিক এলাকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে মিডিয়া প্রোডাকশন কোম্পানির ভ্যান ও সম্প্রচার সরঞ্জাম। নিহত হন কোম্পানির একজন সম্প্রচার প্রকৌশলী ও তার শিশু সন্তান।

সহকর্মীরা জানান, এলাকাটি ছিল সম্পূর্ণ বেসামরিক, যেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের টিম কাজ করছিল। হামলার নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোও।

ইসরাইলি সেনাদের ওপর হামলার জবাবেই এই অভিযান বলে দাবি করছে তেল আবিব। সেনাদের ওপর এ হামলার প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুশিঁয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, ত্রাণবাহী ট্রাক প্রবেশও আটকে দেয়া হয়েছে গাজায়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। এরইমধ্যে ইসরাইল সফর একদিন স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এদিকে হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, হামাসের ভঙ্গ করা যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে বলে জানায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে পরিস্থিতি খুব শান্তিপূর্ণভাবে চলবে। আর যেমন আপনি জানেন, তারা বেশ অস্থির ছিল... তবে যেভাবেই হোক, বিষয়টি কমোকাবিলা করা হবে।’