
লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কর্মীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের।
রোববার (২৩ নভেম্বর) ইসরাইলি আর্মি রেডিও জানায়, বৈরুতে হামলার লক্ষ্যবস্তু ছিলেন হিজবুল্লাহর ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আলী তাবাতাবাই।
লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বোমা হামলা চালানো হয়েছে, যার ফলে অনেকে আহত এবং উল্লেখযোগ্য পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, হিজবুল্লাহ বা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বৈরুতে হিজবুল্লাহর ‘প্রধান কর্মী’কে লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন। তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
তবে, আলী তাবাতাবাই আহত বা নিহত হয়েছেন কিনা তা এখনও হিজবুল্লাহ নিশ্চিত করেনি।
তাবাতাবাই হিজবুল্লাহর প্রধান কর্মী ছিলেন। ইসরাইলি গণমাধ্যম বলছে, গত বছরের যুদ্ধের সময় সেনাবাহিনী তাকে দুবার হত্যার চেষ্টা করেছিল। এটি তৃতীয় প্রচেষ্টা হবে।
অন্যদিকে, রোববার সকালে হামলার আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে বলেছিলেন যে, ইসরাইল বিভিন্ন ফ্রন্টে ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহ যাতে আমাদের হুমকি দেয়ার ক্ষমতা পুনরায় অর্জন করতে না পারে, তার জন্য আমরা যা যা করা দরকার তা করব।’
নভেম্বর মাসে, ইসরাইল দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে। তাদের দাবি, সীমান্ত এলাকায় হিজবুল্লাহ যাতে আর কার্যক্রম চালাতে না পারে সেজন্য প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরাইল।
গত বছর মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহ আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইসরাইল।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড