
দক্ষিণ কোরিয়ার রপ্তানিপণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ওয়াশিংটনের সঙ্গে করা বাণিজ্য চুক্তিটি দ্রুত অনুমোদন দিতে ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদ।
স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে গত বছর হওয়া বাণিজ্য চুক্তি এখনও দেশটির আইনসভায় অনুমোদন না পাওয়ায় বর্তমান ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। খবর আল জাজিরার।
ট্রাম্প জানান, এই বাড়তি শুল্ক দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা গাড়ি, কাঠজাত পণ্য ও ওষুধসহ তার ঘোষিত ‘পারস্পরিক’ শুল্ক কাঠামোর আওতাভুক্ত সব পণ্যের ওপর প্রযোজ্য হবে।
ট্রাম্প লেখেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করছে না। কেন কোরিয়ান আইনসভা এখনও এটি অনুমোদন দেয়নি?
সোমবার রাত পর্যন্ত হোয়াইট হাউস ট্রাম্পের এই হুমকিকে আইনি কার্যকারিতা দিতে কোনো নির্বাহী আদেশ জারি করেনি।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি কাঠামোগত বাণিজ্য চুক্তি ঘোষণা করে, যার আওতায় ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর আরোপিত ‘পারস্পরিক’ শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামাতে সম্মত হন।
পরে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দক্ষিণ কোরিয়ার গাড়ি রপ্তানির ক্ষেত্রেও ১৫ শতাংশ শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত নেন।