News update
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     
  • C. A. Dr. Yunus’ China Tour Cements Dhaka-Beijing Relations     |     
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     

যে কারণে ‘সন্তোষ’ নিষিদ্ধ হলো ভারতে

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-03-29, 7:41am

80d2929b43fbe299b78580ee28561fff1c4a7934589f5215-a2816a6fd7c028fd481f5c7e46646f3b1743212486.jpg




কান চলচ্চিত্র উৎসবসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে ভারতীয় সিনেমা ‘সন্তোষ’। কিন্তু সিনেমাটি বিদেশের মাটিতে প্রশংসা কুড়ালেও দেশের মাটিতে নিষিদ্ধ হতে চলেছে। প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে সিনেমাটি আটকে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সার্টিফিকেশন বোর্ড।

ব্রিটিশ নির্মাতা সন্ধ্যা সুরির নির্মিত ‘সন্তোষ’ সিনেমাটি ভারতে মুক্তি দেয়ার জন্য আবেদন করা হলে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কী আছে এ সিনেমায়? জানা যায়, ভারতীয় পুলিশ বাহিনীর অন্ধকার দিক নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ভারতীয় পুলিশকে নেতিবাচকভাবে পর্দায় তুলে ধরায় আর কখনই মুক্তির আলো দেখবে না আলোচিত এ সিনেমা।

সিনেমায় অল্প বয়সি এক বিধবার গল্প দেখানো হয়েছে। যিনি তার স্বামীর পুলিশের চাকরিতে যোগ দেন। এরপর নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। রাজনৈতিক প্রেক্ষাপট, জাতপাত নিয়ে প্রশ্ন তোলাসহ একাধিক বিষয় সামনে চলে এসেছে কিশোরী হত্যাকাণ্ডের তদন্তকে কেন্দ্র করে।

সিনেমাটি নির্মাণের আগে পুরো চিত্রনাট্য সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। চিত্রনাট্য দেখে অনুমোদনও দেয় কমিটির সদস্যরা। সে চিত্রনাট্য মেনেই সিনেমাটির সম্পূর্ণ  অংশ ভারতে নির্মাণ করা হয়। তবে কেন সিনেমাটি আটকে দেয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাহানা গোস্বামী।

তিনি বলেন, ‘যেখানে সেন্সর বোর্ডের অনুমোদিত চিত্রনাট্য মেনে ছবিটি তৈরি হয়েছে, সেখানে তারাই এখন ছবিতে কাঁচি চালাতে চাইছে কেন, তা আমার কাছে স্পষ্ট নয়!’

এদিকে নির্মাতা সুরির এটিই প্রথম সিনেমা। আর প্রথম সিনেমা ভারতে নিষিদ্ধ হওয়ায় ভেঙে পড়েছেন তিনি। তবে আশা হারাননি।

বিট্রিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুঁড়িয়েছে 'সন্তোষ'। ভারতীয় দর্শকদের এ সিনেমা দেখা উচিত। যাতে সিনেমাটি তারা দেখতে পারেন, এখন আমি সে চেষ্টাই করছি।