News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

বাদ পড়েছেন তানজিন তিশা, টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে?

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-10-09, 8:36am

70256bfedc261a4520f7f075aa25f31cc2738659e0029003-ce824f22b3ba25f79a1934f1d36a8f1b1759977392.jpg




‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমান যোশির সঙ্গে ‘ভালোবাসার মরসুম’ নামের টালিউড সিনেমায় পা রাখার কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার। তবে শেষ পর্যন্ত দেখা যাবে না এ জুটিকে।

পরিচালক এম এন রাজ পরিচালিত এ সিনেমায় ‘হিয়া’ নামের চরিত্রে অভিনয় করার কথা ছিল তিশার। তবে ভিসা জটিলতার কারণে ওই সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেননি অভিনেত্রী।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রীকে চূড়ান্ত করেছেন তারা।

শোনা যাচ্ছে, এ সিনেমায় খায়রুল বাশার ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে। টালিউডে বর্তমানে পরিচালক সৃজিত মুখার্জির ‘বান্ধবী’ হিসেবে পরিচিত সুস্মিতা।

একটি রোমান্টিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘ভালোবাসার মরসুম’। সিনেমায় কলেজ প্রেমের মিষ্টি গল্পের সঙ্গে ফুটিয়ে তোলা হবে সংসার ও বন্ধুত্বের সম্পর্ক। সিনেমায় একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করবেন শারমান যোশি। আর তার ছাত্রী চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে যা এখনও প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত, টালিউড সিনেমাতে অভিনয় না করতে পারলেও দেশে  মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘সেলজার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তিশার। তাই ঢালিউডের এ নতুন জুটির রসায়ন রুপালি পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।