News update
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     
  • New harvest, no festival: Lalmonirhat's ‘Nabanna’ spirit fades?     |     
  • Strategic plan to resolve Rohingya crisis mending inaction urged     |     
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     

বিজয় দেবেরাকোণ্ডার সাথে প্রেম নিয়ে যা বললেন রাশমিকা মান্দানা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-08-12, 11:02am

বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা। ছবি সংগৃহীত।



ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার সঙ্গে নায়ক বিজয় দেবেরাকোণ্ডার প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। প্রায় দুই বছর ধরে তাদের কথিত প্রেমের চর্চা চলছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রাশমিকা।

বিজয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে ধোঁয়াশা রেখে তিনি বলেন, ‘এটা নিয়ে কথা বলার কিছু নেই।’

রাশমিকা জানান, ‘বছরে পাঁচটি সিনেমা করি। তারপরও প্রশ্ন শুনতে হয়, কার সঙ্গে প্রেম করছেন? অভিনয় পেশায় থাকায় আমাদের ওপর লাইমলাইট থাকে। ফলে মানুষ আমাদের সম্পর্কে আরও বেশি জানতে চায়। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে আমি মোটেও পছন্দ করি না।’

নায়িকা যোগ করেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই এসব দেখে আসছি। তবে অনুরোধ করব, নিজের মুখে না বলা পর্যন্ত আমাকে নিয়ে কোনো উপসংহারে না পৌঁছাতে। যা খুশি বলুন, কেবল কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না।’ 

এদিকে ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয়। গত ২ জুলাই সিনেমাটির পোস্টার প্রকাশ্যে এসেছে, যা নেটমাধ্যমে হইচই ফেলে দিয়েছিলো। কারণ, পোস্টারটিতে বিজয়ের পরনে কোনো পোশাক নেই। শুধু হাতে বক্সিং গ্লাভস। একগুচ্ছ গোলাপ নিয়ে নিজের লজ্জাস্থান আবৃত করেছেন নায়ক।

পোশাক ছাড়া নায়কের উপস্থিতিতে আলোচনা-সমালোচনা উভয়ই হয়েছে। নেটিজেনদের কেউ কেউ বিজয়ের সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। কেউ কেউ ‘হট’ তকমা দিচ্ছেন। তবে কেউ আবার বিজয়ের এমন বেশভূষা কটু চোখে দেখছেন।

করণ জোহরের প্রযোজনায় ‘লাইগার’-এ বিজয়ের সঙ্গী হয়েছেন অনন্যা পাণ্ডে। পর্দায় তাদের কেমিস্ট্রি ফুটিয়ে তুলছেন পরিচালক পুরী জগন্নাথ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মাইক টাইসন, বাহুবলী খ্যাত রাম্যা কৃষ্ণাণ এবং রণিত রয়। আগামী ২৫ আগস্ট সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। আপাতত সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন বিজয়। তথ্য সূত্র আরটিভি নিউজ/হিন্দুস্তান টাইমস।