ঢালিউডের তারকা জুটি শাকিব খান-বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বাস্তব জীবনেও সুখবর দিলেন তারা। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শেহজাদ খান বীর।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
এদিকে সন্তানের খবর প্রকাশের পর একসঙ্গে ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী। শনিবার (১ অক্টোবর) থেকে এ জুটি শুটিং শুরু করবেন এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক তপু খান।
এ প্রসঙ্গে আরটিভি নিউজকে নির্মাতা তপু খান বলেন, আমাদের সিনেমার শুধু একটি গানের শুটিং বাকি আছে। সব প্রস্তুতি নেওয়া শেষ। (শনিবার) থেকে তারা শুটিং করবেন। শুক্রবার জুমার নামাজের পর গিয়ে ভাইয়ার (শাকিব খান) লুক সেট করব।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গানটির জন্য বুবলীর পোশাক ঠিক করা হয়েছে ।
এর আগে, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে পরবর্তী সময়ে লকডাউনসহ নানা রকম কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। সিনেমার এ গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।
এদিকে বুবলি তার ফেসবুক পেজে এই সিনেমার গানের প্রস্তুতি নেওয়া একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এখন ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার গানের প্রস্তুতির সময়।
প্রসঙ্গত, দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান। তথ্য সূত্র আরটিভি নিউজ।