News update
  • A Day of People-Centered Food System Storytelling!     |     
  • No evidence of postal ballot irregularities found: EC Sanaullah     |     
  • Bangladesh Bank injects Tk 9,178 crore to ease liquidity strain     |     
  • No LPG Shortage Expected During Ramadan: BERC Chairman     |     

‘এ বছর আরও সিরিয়াস হয়ে প্রচুর টাকা জমাবো’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-01-03, 9:39am

205693_1-5e8ec3df5162148a1f84de34e63ac44a1672717198.jpg




নুসরাত ফারিয়া। বাংলাদেশের এ চিত্রনায়িকা দেশের গণ্ডি পেরিয়ে এখন কলকাতার টালিগঞ্জের সিনেমা ইন্ডাষ্ট্রিরও পরিচিত মুখ হয়ে উঠেছেন। চলতি বছর মুক্তি পাবে তার অভিনীত আলোচিত ও বহুল কাঙ্ক্ষিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিক ছাড়াও দুই বাংলায় নুসরাত ফারিয়ার আরও কয়েকটি ছবি মুক্তি পাবে। ছবিগুলোর মধ্যে আশিকী’, ‘পাতালঘর’ অন্যতম। এছাড়া খুব শিগগিরই শুটিং শুরু হবে ‘ফুটবল ৭১’ নামের একটি নতুন ছবি।

পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে অঙ্কুশের সঙ্গে ‘ভয়’ এবং যশের সঙ্গে ‘রকস্টার’। এছাড়া নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি। ছবির বাকি অংশের শুটিং ও ডাবিংয়ের জন্য দুয়েকদিনের মধ্যে কলকাতা যাবেন এই সুন্দরী।

এতো গেল তার ছবি নিয়ে ব্যস্ত সিডিউলের কথা। তার বাইরে আরও একটি বিষয়ে খুব সিরিয়াস নুসরাত ফারিয়া। এ বছর নাকি তিনি প্রচুর টাকা জমাবেন। সোমবার (২ জানুয়ারি) গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিয়া।

তিনি বলেন, আমি কখনও এক টাকাও জমাইনি। এবার যেটা করিনি সেটাই করব, প্রচুর টাকা জমাবো। এজন্য আরও সিরিয়াস হয়ে কাজ করব।

তিনি আরও বলেন, আমি অর্থনৈতিক দিক থেকে ভালই আছি। তবে আর্থিক স্বচ্ছলতা আরও বাড়াতে চাই। তথ্য সূত্র আরটিভি নিউজ।