ঢাকা-কলকাতা দু’জায়গাতেই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আপাতত তিনি সিনেমার কাজেই ব্যস্ত থাকতে চান বলে জানিয়েছেন। ব্যক্তিগত কোনো বিষয় বিশেষ করে বিয়ে করার সময় এখন তার কাছে নেই।
প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে গত বছর বাগদান হওয়ার পর অপেক্ষা ছিল কেবল বিয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু এরপর জানান বিয়েটা করছেন না তিনি। তখন ফারিয়া জানিয়েছিলেন, ভাগ্যে থাকলে একদিন বিয়ে হবে। এবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বিয়ের ব্যাপারে আপতত আমি কিছু ভাবছি না। এখন কাজ নিয়েই থাকতে চাই।
এদিকে, ফারিয়া অভিনীত ‘ভয়’ নামের একটি সিনেমা জি-ফাইভে মুক্তি পেয়েছে। এ সিনেমায় তার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।