News update
  • 163 bank accounts in Nayeemul Islam Khan's family      |     
  • Commonwealth to send election observers: Khosru     |     
  • UD case filed over Metrorail bearing pad victim at Farmgate     |     
  • One killed, 5 injured in gunfight between groups in Natore     |     
  • Walton installs country’s largest floating solar power plant     |     

সুখবর দিলেন মাহি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-02-02, 6:31pm

resize-350x230x0x0-image-210182-1675336105-fd80d87ff5c85b904ddb958ce8cb7a2a1675341109.jpg




ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে রাজনীতি ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই দিলেন সুখবর।

ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত সিনেমা ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সিনেমার চরিত্র নিয়ে মাহি বলেন, ‘বলতে গেলে ভিন্ন এক গল্প নিয়ে মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমাটি। আশা রাখি আমাকে ভিন্ন এক চরিত্রে দর্শক দেখতে পাবেন। ভালো লাগবে সবার।

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশে বলতে চাই আমার ওপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেম মুড নিয়ে বাসায় ফিরবেন। কারণ, বুবুজান ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং টুইস্ট আছে। যেটা সবার ভালো লাগবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।