News update
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     

পুনমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রাক্তন স্বামী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-02-05, 1:32pm

jashdhakdhakdj-9fd9e2c80d71b85887f9a998e84bfa9d1707118458.jpg




বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর ভুয়া খবর নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে জানান, জরায়ু ক্যানসারে মারা গেছেন পুনম। তখন অবশ্য অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন বিষয়টি নিয়ে। আর সেই সন্দেহ সত্য প্রমাণ হয় পরদিন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) পাল্টা এক পোস্টে পুনম জানান, তিনি বেঁচে আছেন। মূলত জরায়ুর ক্যানসার সচেতনতা প্রচারের জন্যই নিজের মৃত্যু নিয়ে এমন নাটক সাজিয়েছিলেন। এরপরই শুরু হয় ফের সমালোচনা ও চর্চা। উঠে আসে তার তিক্ত অতীত।

এবার পুনমের মৃত্যুর নাটকের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন তার স্বামী স্যাম বোম্বে। জানিয়েছেন, আগে থেকেই জানতেন মারা যাননি পুনম। কারণ, তিনি হৃদয় থেকে এমনটা অনুভব করেননি।

পুনমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রাক্তন স্বামী

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, এক সাক্ষাৎকারে স্যাম অভিনেত্রী পুনমের বেঁচে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি আনন্দিত। সে বেঁচে আছে। আমার জন্য এটাই যথেষ্ট।

স্যাম বলেন, আমি যখন খবরটি শুনলাম তখন এমন কিছুই অনুভব হয়নি। কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয়নি। ভেবেছিলাম এমনটা কখনোই হতে পারে না। আপনি যখন কারও সঙ্গে সংযুক্ত থাকেন, তখন সবকিছু অনুভব করতে পারেন। পুনমের জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি। এজন্য তার খারাপ কিছু হলে জানতাম আমি।

তিনি জানান, তাদের এখনও বিচ্ছেদ হয়নি। পুনমের এই মৃত্যুর নাটকের পেছনের উদ্দেশ্য সম্পর্কে স্যাম বলেন, আমার মনে হয় কেউ যদি তাদের খ্যাতি বা ভাবমূর্তিকে অবহেলা করে একটি বিষয় সম্পর্কে সচেতনতা বাড়ায়, তাকে সম্মান করি আমরা। পুনম চিরকালের। সে ভারতীয়দের মধ্যে সবচেয়ে সাহসী নারী। এখন থেকে কয়েক বছর পর তাকে উদযাপন করা হবে।

এদিকে পুনমের এই কাজের জন্য শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন সত্যজিৎ তাম্বে। মুম্বাই পুলিশের কাছে পুনমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

তাম্বের কথায়, সমাজমাধ্যমে ভুয়া খবর আটকানোর জন্য পুলিশি তৎপরতা খুবই প্রয়োজন। পুনমের বিরুদ্ধে মামলাও দায়ের করা উচিত। উনি অন্যায় করেছেন। জরায়ুর ক্যানসার সম্বন্ধে সচেতনতা তৈরির বদলে তিনি মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। তার ভুয়া মৃত্যু সংবাদের মাধ্যমে কোনো সচেতনতা তৈরি হয়নি। বরং সমস্যা বেড়েছে।

এদিকে পুনমকে নিয়ে মুখ খুলেছেন বলিউডের দাপুটে প্রযোজক একতা কাপুর। তিনি লিখেছেন, এটার নাম সচেতনতা? সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া।

পুনমের জীবিত হওয়ার খবরে এক ভিডিও বার্তায় রাখি সাওয়ান্ত বলেছেন, পুনম যা করেছেন, খুব ভুল করেছেন। শুধুই ভুল নয়। অন্যায়ও করেছেন। এভাবে সাধারণের অনুভূতি নিয়ে খেলার কোনো অধিকার নেই তার। তিনি সাংবাদিকদের হেনস্তা করেছেন। অনুরাগীদের আহত করেছেন। বলিউড শোকস্তব্ধ এ রকম খারাপ খবরে। এগুলো করার কোনো অধিকার নেই। উদ্দেশ্য যতই মহৎ হোক, এ ধরনের সস্তা প্রচার পুনম না করলেও পারতেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। তাকে কঙ্গনা রনৌতের রিয়েলিটি শো ‘লক আপে’ দেখা গিয়েছিল। এই শোয়ের কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন তিনি। এ ছাড়া ‘খতরো কা খিলাড়ি’তে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগে মালদ্বীপে এক শুটিং বাতিল করে চর্চায় উঠে এসেছিলেন পুনম।