দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে। এবার ফের ভক্তদের চমকে দিলেন রুনা।
ইন্টারনেট দুনিয়ায় কখনো শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনো সাহসী পোশাকে উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। এসবের মাঝেই এবার ‘নো মেকআপ’ লুকে দেখা মিলল রুনার। অভিনেত্রীদের মাঝে এই ট্রেন্ডটা বেশ জনপ্রিয়। বলিউড, টলিউড থেকে ঢালিউডের অনেক তারকাকেই গা ভাসাতে দেখা গেছে এই ট্রেন্ডে। এবার তাদেরই স্রোতে গা ভাসালেন রুনা খান। নিজবাড়িতেই আয়নার সামনে দাঁড়িয়ে ‘নো মেকআপ’ লুকে মিরর সেলফি তুলেছেন অভিনেত্রী। যা দেখে রীতিমতো অবাকই হয়েছেন ভক্তরা।
ফেসবুকে সেই ছবি প্রকাশ করে রুনা লিখেছেন, যে জীবন ঘরের। যে জীবন প্রেমের। হ্যাশট্যাগে জানিয়েছেন, নো মেকআপ। নোক ফিল্টার।
ছবিতে রুনাকে দেখা গেছে, টি শার্টে। চুলগুলো ছেড়ে মুচকি হাসিতে আয়নার দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী।
কয়েকদিন আগেই রাজধানীতে ‘খাদি ফ্যাশন উইক’ মাতিয়েছেন রুনা খান। যেখানে প্রথমবারের মতো র্যাম্পে হেটেছেন অভিনেত্রী। শো-স্টপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।
প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।