News update
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     

‘আন্দোলনকে ঢাল বানিয়ে দেশের সম্পদ নষ্ট করার রেওয়াজ কোথাও নেই’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-07-24, 12:35am

erewrwerwr-5b91f48cd9e772572196b1745b60c6841721759727.jpg

কোটা আন্দোলন ঘিরে সারা দেশে নাশকতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী অঞ্জনা, সুনেরা বিনতে কামাল ও মেহের আফরোজ শাওন। ফাইল ছবি



দেশের চলমান পরিস্থিতিতে কারফিউের চতুর্থ দিন চলছে আজ মঙ্গলবার (২৩ জুলাই)। কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। সবাই ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। বিনোদন অঙ্গনের ঝলমলে খবরেও এখন অন্ধকার। 

অভিনেত্রী অঞ্জনা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই শঙ্কিত নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সবাইকে নিয়ে ভালো থাকাটাই বড় ব্যাপার। আমার চারপাশে যারা আছেন- গৃহকর্মী থেকে ড্রাইভার, দারোয়ান সবাইকে নিয়ে তিনবেলা খাবার একসঙ্গে খাওয়ার সুযোগ নিশ্চিত করছি। কারণ হঠাৎ পরিস্থিতি ভয়াবহতার দিকে গেছে; কেউ প্রস্তুত ছিলাম না এই পরিস্থিতির জন্য।’

গুণী এই অভিনেত্রী আরও বলেন, ‘যারা দেশকে ভালোবাসে না তারাই দেশের সম্পদ নষ্ট করেছে। এক একটি সম্পদ তৈরি করতে কত সময় আর অর্থের প্রয়োজন তা বিবেচনায় রাখা দরকার ছিল। দেশের এরকম পরিস্থিতি কারও কাম্য ছিল না। আন্দোলনতো অন্যান্য দেশেও হয়; কিন্তু আন্দোলনকে ঢাল বানিয়ে দেশের সম্পদ নষ্ট করার রেওয়াজ নেই।’

‘সব মিলিয়ে এমন অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। কোনো কাজ করতে পারছি না। তবে আমি বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতা দিয়ে সবকিছু দ্রুত সামলে নেবেন’, বলেন নব্বই দশকের এই অভিনেত্রী।

অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। বর্তমান সময়ের অভিনেত্রী সুনেরা বিনতে কামাল বললেন, এই সময় ভালো থাকাটাই অস্বাভাবিক। তবে বাসায় ব্যস্ত থাকার চেষ্টা করছেন তিনি। মায়ের সঙ্গে লুডু খেলছেন কিংবা সুইমিং করেও সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। দেশের অবস্থা নিয়ে অভিনেত্রী বলেন, ‘দেশের নাগরিক হয়ে বড় চাওয়া, শান্তি চাই। নিজের মতো করে বাঁচার স্বাধীনতা চাই। বর্তমান পরিস্থিতিতে সবাইকে নিয়ে সরকারকে ভালো থাকতে হবে।’

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে জ্বর, ঠান্ডা, কাশিতে ভুগছেন তিনি; তাই কথা বলতে পারছেন না। জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বলেন, এই বিষয়ে তিনি কথা বলতে চান না।

সোমবার (২২ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, শিক্ষার্থীরা যেভাবে চেয়েছিল সেভাবেই তৈরি হয়েছে প্রজ্ঞাপন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ বা মেধায় ৯৩, মুক্তিযোদ্ধা ৫ এবং নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ২ শতাংশ প্রযোজ্য হবে। এদিকে, জননিরাপত্তা নিশ্চিতে সাধারণ ছুটি পালন করা হচ্ছে। তবে বুধবার (২৪ জুলাই) ছুটি থাকবে কিনা জানানো হয়নি। সময় সংবাদ