News update
  • Mirpur garment factory, chemical godown fire kills 9     |     
  • Garbage pile turns Companiganj Bazar into an unhygienic town     |     
  • Put 'old feuds' aside for a new era of harmony in ME: Trump     |     
  • Rivers are Bangladesh's lifeblood, Rizwana at UN Water Convention      |     
  • UN Releases $11 Million for Gaza Aid Amid Fragile Hope     |     

অবশেষে মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-10-31, 7:44am

tryrty-5a0c02a2ead8e1a8c49117ec37a74d0c1730339076.jpg




বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য থেকেছেন সামাজিকমাধ্যমে সরব। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

একসময় শুটিং সেটে মেকআপ শিল্পীদের তুলিতে চরিত্র হয়ে উঠতেন প্রভা। এবার নিজেই নিয়েছেন সেই দায়িত্ব। তার প্রতিভা ও দক্ষতায় সেজে উঠছেন মডেলরা। অবশ্য প্রভার বেশির ভাগ মডেল এ দেশীয় নন, আমেরিকান।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। তাতে দেখা যাচ্ছে, পারলারে মেকআপ করিয়ে দিতে ব্যস্ত তিনি। প্রভার সুনিপুণ দক্ষতায় সেজে উঠছেন মডেলরা।

ভিডিও থেকে জানা গেল, প্রভা যেখানে বসে মেকআপ করছেন, সেটির নাম ‘দ্য মেকআপ একাডেমি।’ নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম।

‘মেকআপ বাই প্রভা’ নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেল, সেখানে তার কাজের কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই অ্যাকাউন্টের বায়োতে প্রভা নিজের পরিচয় দিয়েছেন, ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে।

সেখানে যাদের ভিডিও আপলোড করা হয়েছে, তাদের ব্যক্তিগত প্রফাইলে পোস্ট করা কয়েকটি ছবির মেকআপ আর্টিস্টের ক্রেডিটেও দেওয়া হয়েছে প্রভার নাম।

এদিকে পেশা বদলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, এখন তিনি মেকআপ আর্টিস্ট— সম্প্রতি এরকম শিরোনামে ছেয়ে যায় সংবাদমাধ্যম। বিষয়টি চোখে পড়েছে অভিনেত্রীর। যার কারণে বিরক্ত তিনি।

প্রভা বলেন, অনেক আগে থেকেই মেকআপের উপর আমার অন্যরকম ভালোলাগা রয়েছে। কিন্তু সময়ের অভাবে এতদিন শেখা হয়নি। অবশেষে ইচ্ছেটা পূরণ হয়েছে। নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। ভালো একটি জায়গা থেকে শিখতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। মূলত ভালোলাগা থেকেই এটি শেখা।

অনুরোধ জানিয়ে প্রভা বলেন, সাময়িক সময়ের জন্য কাজ থেকে দূরে আছি। তাছাড়া এখন আমি বেছে বেছে কাজ করছি। গৎবাঁধা গল্পে কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। কর্মশালা এবং পরিবারের জন্য কাজটা আপাতত বন্ধ রয়েছে। কাজের জন্য পরিবারকে সেভাবে সময় দিতে পারি না। সবকিছু মিলিয়ে নিজেকে এবং পরিবারকে সময় দিচ্ছি। তাছাড়া নতুন কিছু শেখা এবং নামের সঙ্গে কিছু যুক্ত করা মানে অভিনয় ছেড়ে দেওয়া নয়। এমন খবর বিব্রত করে। অভিনয় ছেড়ে দিলে আমি নিজেই জানাব। যতদিন দর্শক চাইবেন অভিনয় করব। যখন তারা আর চাইবেন না কাজ করব না। দর্শকের ভালোবাসার জন্য আজকের আমি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে দূরে থাকবেন। আগামী মাসে দেশে ফিরে ফের কাজে অংশ নেব। আরটিভি