News update
  • Dr Yunus urges India: Clear recent ‘clouds’ over relations     |     
  • Dhaka urges Delhi: uphold mutual respect on internal matters     |     
  • Meeting between diplomats from EU member states, CA underway     |     
  • 431 sacks of smuggled sugar seize, 2 arrested     |     
  • Indian FS arrives in Dhaka for bilateral talks amid tension     |     

এবার নয়নতারার বিরুদ্ধে মামলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-11-28, 12:11pm

sdweqe-c7c7d91e563f47b470e818d50a8e0f711732774287.jpg




নেটদুনিয়ায় ভাইরাল তিন সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা নয়নতারা ও ধানুশের দ্বন্দ্ব এখন চরমে। বিষয়টি নিয়ে অভিনেত্রীকে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছিলেন ধানুশ। এবার নয়নতারার বিরুদ্ধে মামলা করলেন তিনি। এদিকে দুই তারকার এমন দ্বন্দ্বে হতাশ তাদের ভক্তরা।

অভিনেতার অভিযোগ, নয়নতারা পরিচালিত নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’-এ ধানুশের অনুমতি ছাড়াই কয়েক সেকেন্ডের ফুটেজ ব্যবহার করেছেন। যেটি অভিনেতার প্রযোজনা সংস্থা ‘নানুম রাউডি ধান’র সঙ্গে সম্পর্কিত।

মূলত এই অভিযোগে নয়নতারা, তার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস ‘রাউডি পিকচার্স প্রাইভেট লিমিটেড’র বিরুদ্ধে চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন ধানুশ। অভিনেতার আইনজীবী পিএস রামান আদালতে এই মামলার অনুমতি চেয়ে আবেদন করেন।

অন্যদিকে এই আবেদনকে চ্যালেঞ্জ জানান নয়নতারা এবং নেটফ্লিক্সের পক্ষে আইনজীবী সতীশ পরাশরণ এবং আর পার্থসারথি। কিন্তু শুনানি শেষে বিচারক ধানুশের আবেদনে সম্মতি দেন।

এর আগে, নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ধানুশের আচরণে ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠি নয়নতারা লেখেন, এটা অত্যন্ত খারাপ আর আপনার চরিত্র কেমন সেটা ফাঁস করে দেয়। যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন যদি তার অর্ধেকও আপনার মধ্যে থাকত। কিন্তু স্পষ্টতই, যা বলেন তা নিজে অনুশীলন করেন না। অন্তত আমার আর আমার সঙ্গীর সঙ্গে তো না।

ধানুশকে নিয়ে তিনি আরও বলেছেন, কিছু মানুষ অন্যকে ছোট দেখাতে পারলে আনন্দ পায়। ধানুশও ঠিক এমন মানুষদেরই একজন। এর আগেও নাকি নায়িকার সাফল্য সহ্য করতে পারেননি তিনি। যদিও নয়নতারা চান ধানুশ যেন তার তথ্যচিত্রটি দেখেন। সেই সঙ্গে ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে ওঠেন তিনি। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধানুশের। আরটিভি