News update
  • Dr Yunus urges India: Clear recent ‘clouds’ over relations     |     
  • Dhaka urges Delhi: uphold mutual respect on internal matters     |     
  • Meeting between diplomats from EU member states, CA underway     |     
  • 431 sacks of smuggled sugar seize, 2 arrested     |     
  • Indian FS arrives in Dhaka for bilateral talks amid tension     |     

পরীমণির নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-11-29, 12:11pm

img_20241129_121141-54b69877a1dfb45457e6e93e4f78aad61732860720.jpg




ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই নিজের ভিডিও-ছবি দিয়ে ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার পরীমণির নতুন একটি ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন জবা ফুলের ইমোজি। ছবির সঙ্গে মিউজিকও যুক্ত করেছেন তিনি।

ওই ছবিগুলোতে দেখা যায়, পরীমণির পরনে রয়েছে গোলাপি রঙের একটি হুডি। জবা গাছ ধরে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য অবলোকন করছেন তিনি। খোলা চুল আর নো মেকআপ লুকে পরীমণিকে দেখতে বেশ লাস্যময়ী লাগছে। বিভিন্ন ঢংয়ে জবা ফুল ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

ফেসবুকে ছবিগুলো দেওয়া মাত্রই পরীমণির মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়ছেন নেটিজেনরা। মুহূর্তেই ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে তার ভক্তদের। একজন লিখেছেন, ভীষণ আদুরে। এই মন্তব্যের জবাবে গোলাপ ফুলের ইমোজি দিয়ে তাকে রিপ্লাই দিয়েছেন চিত্রনায়িকা।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৮ নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমণি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরীমণিকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।