News update
  • Islamist united front for proportional representation in BD?     |     
  • Jamaat Chief Calls for Uprising Against Corruption, System     |     
  • UN Warns of Rising Deaths, Hunger and Crisis in Gaza     |     
  • Dhaka’s air quality ‘moderate' on Saturday      |     
  • Curfew relaxed for 14 hours in Gopalganj     |     

লোডশেডিংয়ে ২০ মিনিট বন্ধ আতিফ আসলামের কনসার্ট

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-11-30, 12:49am

img_20241130_004931-74ab11a1cc4efde5ee45f6e88948163b1732906199.jpg




ঢাকায় মঞ্চ মাতাতে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তবে কনসার্টের স্টেজে ওঠার মাত্র ১০ সেকেন্ডের মাথায় লোডশেডিংয়ের কারণে বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে এ ঘটনা ঘটেছ।

জানা গেছে, এদিন দর্শকদের গান শোনাতে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন আতিফ আসলাম। এরপর সংগীত পরিবেশন শুরুর মাত্র ১০ সেকেন্ডের মাথায় বিদ্যুৎ চলে গিয়ে কনসার্ট বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রায় ২০ মিনিট পর ফের কনসার্ট শুরু হয়।

এর আগে ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতে উপলক্ষে গত ২৮ নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছেছেন আতিফ।

কনসার্টে আতিফ ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এ ছাড়া এই কনসার্টে বিশেষ চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।

আরটিভি