News update
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     

মিষ্টি হাসিতে নজর কাড়লেন পূর্ণিমা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-12-17, 3:02pm

img_20241217_150336-4157f5f87a92fb6e77eda00e43e642151734426230.jpg




ঢালিউডের লাস্যময়ী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। যার সিন্গ্ধ হাসিতে বরাবরই মুগ্ধ দর্শকরা। ৯০ দশক থেকে শুরু করে এখন পর্যন্ত তার জনপ্রিয়তায় দর্শকমহলে এতটুকুও ভাটা পড়েনি। বরং দিন দিন তা বেড়েই যাচ্ছে। অন্যদিকে কাজ কমিয়ে দিলেও মাঝে মধ্যে পর্দায় ঝলক দেখা যায় অভিনেত্রীর। সরব থাকেন সোশ্যাল মিডিয়াতেও।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন পূর্ণিমা। সেখানে পুকুর পাড়ে মিষ্টি হাসিতে নজর কেড়েছেন সবার। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘সুখী হওয়ার অনেক সুন্দর কারণ আছে।’

ওই ছবিগুলোতে দেখা যায়, পুকুর পাড়ের সিঁড়িতে বসে রয়েছেন তিনি। পরনে সবুজ রঙের কুর্তি ও সঙ্গে ম্যাচিং সেলোয়ার। খোলা চুল আর মিষ্টি হাসি যেন আরও আকর্ষণীয় করে তুলেছে পূর্ণিমাকে।

এ দিকে ছবিগুলো পোস্ট করা মাত্রই ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টবক্সে। তার রূপের প্রশংসা করেছেন সবাই। একজন লিখেছেন, ছবিগুলো সুন্দর। আরেকজন লেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে।

প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। এরপর বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে চলচ্চিত্রে এখন অভিনেত্রীকে দেখা যায় না বললেই চলে। কিন্তু আবারও তাকে সিনেমায় দেখতে চান পূর্ণিমাভক্তরা।

আরটিভি