গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছিল দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ইতোমধ্যে হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
এদিকে, বলিউডের তারকা ও নবাব পরিবারের এই সদস্য বেশ গাড়িপ্রেমী। তার গ্যারেজে রয়েছে নানা ব্র্যান্ডের গাড়ি। তবে নায়ক যখন ছুরিকাঘাতে রক্তাক্ত তখন গাড়ি জোটেনি। আটোয় করে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সেই অটো চালক।
ভজন সিং রানা নামে ওই অটো চালক ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, বান্দ্রার রাস্তায় গভীর রাতে আমি তখন তীব্র গতিতে অটো ছুটিয়েছি। আচমকাই এক গেটের সামনে থেকে নারীর চিৎকার কানে আসে। তিনি আমাকে সাহায্যের জন্য কাকুতি মিনতি করা শুরু করেন। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে, সেটা সাইফ আলি খানের বাড়ি। আমি ভেবেছি, চারদিকে যেমন আকছার হেনস্তার ঘটনা ঘটে, তেমনই কিছু হবে। তবে পরে দেখি, গুরুতম জখম অবস্থায় সাইফ হেঁটে আমার অটোতে উঠে বসলেন।
এরপর বলেন, একটা বাচ্চা এবং আরেকজন সঙ্গে ছিলেন। অটোয় উঠেই সইফ প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন- কিতনা টাইম লাগেগা? (হাসপাতালে পৌঁছতে কতক্ষণ লাগবে?) আমরা ৮-১০ মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যাই। ওঁর ঘাড়, পিঠ থেকে রক্তবন্যা বইছে। সাদা পাঞ্জাবি রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে। ততক্ষণে অনেকটা রক্তক্ষরণও হয়ে গিয়েছিল। ওই পরিস্থিতি দেখে আমি ভাড়া নিইনি। তবে সাইফ আলি খানকে দুঃসময়ে সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছে।
এদিকে সাইফকে অতোয় করে হাসপাতালে পৌঁছে দেওয়ায় রাতারাতি বিখ্যাত বনে গেছেন অটোচালক ভজন। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। কেউ কেউ স্রষ্টার দূত বলছেন।
প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আরটিভি