News update
  • World marks 80th anniv of V-E Day with parades and memorials     |     
  • Thousands line the Dhaka streets welcome Khaleda Zia      |     
  • Khaleda lands on home soil; Zubaida reunites with her kins     |     
  • Bangladesh-Japan FOC to Be Held in Tokyo on May 15     |     

‘জংলি’তে ছিলেন প্রয়াত গুলশান আরা, বুবলীর স্মৃতিচারণ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-04-17, 7:58am

c044d82f5c026744cbd90cfad6f94b7f863c2a9173808124-a23efc7ef67c6632bb8bc93ba7677e0b1744855109.jpg




টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদের মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের এ সহকর্মীকে নিয়ে সব তারকারা স্মৃতিচারণ করছেন। দিচ্ছেন ছবিসহ স্ট্যাটাসও। এবার ফেসবুকে লিখলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, গুলশান আরা আন্টি আর নেই। কত স্মৃতি আন্টি আপনার সঙ্গে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাতেও আপনি পর্দায় আমার মায়ের ভূমিকায় ছিলেন। 

বুবলী আরও লিখেছেন, কত স্নেহ করতেন আমাকে সবসময়। এতো তাড়াতাড়ি চলে গেলেন আন্টি। যেখানেই থাকুন ভালো থাকুন আন্টি। 

সবশেষে এ চিত্রনায়িকা লিখেছেন, সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন আন্টিকে বেহেশত নসীব করেন।

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রসঙ্গত, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। পরে তিনি ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। 

এ ছাড়া কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার (জিয়াউল হক পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে অধিক জনপ্রিয় হয়েছেন।  সময়