News update
  • Five Shariah Banks to Merge Into State-run Sammilito Islami Bank     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     

স্ত্রীর বাড়ি ছাড়া প্রসঙ্গে যে তথ্য দিলেন শামীম

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-09, 5:26pm

cbe1a587856e41ddf229c71153780dd6ee01f1342a3aa324-c57a4bdb38d44c132f38a99d6a5002dc1746789962.jpg

স্ত্রী আফসানার সঙ্গে অভিনেতা শামীম। ছবি: সংগৃহীত



বিবাহিত জীবনের মাত্র এক মাস পার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। এমন সময়েই মাদক গ্রহণ, ধর্ষণের হুমকিসহ নানা গুরুতর অভিযোগে অভিযুক্ত তিনি। সেসব অভিযোগের কারণে অভিমানে অভিনেতার বাড়ি ছেড়েছেন তার স্ত্রী আফসানা আক্তার। সংবাদমাধ্যমে যখন এমন খবর প্রকাশিত হচ্ছে তখন সে বিষয়ে অবশেষে মুখ খোলেন জনপ্রিয় এ অভিনেতা।

শামীম হাসান সরকার চলতি বছরের ৪ এপ্রিল আফসানা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সবকিছু ভালোই চলছিল। তবে হঠাৎই সে সুরের ছন্দ পতন ঘটান নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা।

অভিনেতার বিরুদ্ধে আনেন মারধর, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ। অভিনেত্রী, বাচিকশিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা এ অভিনেতাকে সম্প্রতি ‘ভাঁড়’  বলে সম্বোধন করেন। সেই সঙ্গে অভিনেত্রী দাবি করেন, শামীমের ব্যবহার এত খারাপ যে তাকে জুতাপেটা করতে চেয়েছিলেন তিনি। অভিনেতাকে বয়কটের ডাকও দেন সিফাত।

এই যখন পরিস্থিতি তখন জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক প্রেমিকা অহনা রহমানকে নিয়ে মন্তব্য করে অন্তর্জালে আরও আলোচনার জন্ম দেন শামীম। অভিনেতার বেঁফাস মন্তব্যে অভিনেত্রী অহনাও দেন পাল্টা জবাব।

এদিকে অভিনেত্রী সহকর্মীদের অভিযোগ ও সাবেক অভিনেত্রী প্রেমিকাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হয় অভিনেতার। সেই জেরে শামীমের স্ত্রী আফসানা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন শামীম।

লেখেন, আমার স্ত্রী আমার সাথেই আছে। ভিউস এর জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন।

শামীম আরও লেখেন,

বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।

বিষয়টি নিয়ে শামীমের সঙ্গে যোগযোগ করা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন, নিউজগুলো দেখে আমি নিজেও অবাক হয়েছি। আমার স্ত্রী আমার সঙ্গেই আছে। নিউজ করার সময় কেউ আমার কাছে কোনো কিছুই জানতে চাননি। এটা ঠিক নয়। সময়।