News update
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     

লঞ্চে নারীদের মারধর, ফেসবুক পোস্ট অভিনেত্রী সুনেরার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-11, 7:28am

25a4930ef3e1785b1b6f1c196ec5f14e7e5f243bae37c789-8d41b2f9e83a389e17d1ab79b9bedd5d1746926892.jpg

লঞ্চের ঘটনা নিয়ে কথা বললেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগৃহীত



মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিক পার্টির দুই নারীকে প্রকাশ্যে প্রহারের ঘটনায় ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করেছে পুলিশ। দুই নারীকে প্রকাশ্যে প্রহারের ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি নিয়ে শোবিজ তারকারাও তাদের সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

‘দাগি’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার ফেসবুকে এই ঘটনার ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বিরক্তি প্রকাশ করেছেন।

অভিনেত্রী লেখেন, ‘বিরক্তির সীমা থাকা দরকার’

লঞ্চে প্রকাশ্যে নারীদের প্রহার করা যুবকটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী।

যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ (২৭)। জাতীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে তার ছবি রয়েছে।

লঞ্চে প্রকাশ্যে নারীদের প্রহার করার ঘটনায় সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩তলা লঞ্চ এমভি ক্যাপ্টেনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কিছু লোকজন লঞ্চটিতে করে পিকনিকে বের হন। চাঁদপুর ঘুরে লঞ্চটি ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে। এ সময় হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উঠতি বয়সী ৩০০-৪০০ ছেলে-মেয়ে পিকনিক ও নৌভ্রমণের উদ্দেশে এমভি ক্যাপ্টেন নামে লঞ্চ ভাড়া করে। তারা লঞ্চের ছাদে গান-বাজনা ও নাচের আয়োজন করে। লঞ্চটি রাত সাড়ে ৭টায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে এসে থামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় লঞ্চে থাকা ৮-১০ জন ছেলে-মেয়ে চা-নাস্তা খাওয়ার জন্য টার্মিনালে নামলে ঘাটের স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ৫০-৬০ জন লোক লঞ্চে উঠে পিকনিকের ছেলে-মেয়েদের ওপর হামলা চালায়। একপর্যায়ে লঞ্চে থাকা ছেলে-মেয়েদের হেনস্তা ও মারপিট করে। ভাঙচুর চালায় লঞ্চটিতে। এক পর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনে এনে এক যুবক প্রকাশ্যে প্রহার করে। সময়।