News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

লা লিগায় সুপার হ্যাটট্রিক করে হলান্ডের দেশের স্ট্রাইকারের রেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-11, 7:24am

767e2aa55c05415335397a398cf563f1cfb50981b8f8338e-f5281283da25af09e8893e332441f8161746926640.jpg




আর্লিং হলান্ডের মতো স্ট্রাইকারের জন্য তার নাম এভাবে আলোচনায় আসে না। তবে নিজের দিনে অ্যালেক্সান্ডার সরলথ যে কী জিনিস তা এর আগে বেশ কয়েকবার টের পেয়েছে বার্সেলোনা। কাতালান দলটাকে সামনে পেলেই যে জ্বলে ওঠেন সরলথ। এবার এই নরওয়েজিয়ানের ঝাল টের পেল রিয়াল সোসিয়েদাদ। সরলথের মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেছে সোসিয়েদাদ। তার ইতিহাস গড়া ম্যাচে জয় পেয়েছে অ্যাতেলেটিকো মাদ্রিদ।

শনিবার (১০ মে) রিয়াদ এয়ার মেত্রোপলিতানোয় রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের দলটির হয়ে একাই ৪ গোল করেছেন নরওয়ের স্ট্রাইকার অ্যালেক্সান্ডার সরলথ। সুপার হ্যাটট্রিকের দিনে রেকর্ড বুকে নাম তুলেছেন এই ২৯ বছর বয়সী।

এদিন সরলথ মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ডে হ্যাটট্রিক করে লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন। এই ম্যাচে পড়ে আরও একটি গোল করেছেন তিনি।

মাত্র এক মৌসুম আগেও রিয়াল সোসিয়েদাদেই খেলতেন সরলথ। গত মৌসুমে ভিয়ারিয়ালে খেলার পর চলতি মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন এই নরওয়েজিয়ান। অ্যাতলেটিকো মাদ্রিদের বস দিয়েগো সিমিওনে তাকে মূলত সুপার সাব হিসেবে খেলিয়ে থাকেন। কিন্তু প্রথম একাদশে সুযোগ পেলে তিনি কী করতে পারেন, তার প্রমাণ দিলেন এদিন।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করা সরলথ হ্যাটট্রিক পূর্ণ করেছেন ১১ মিনিটের মাথায়। মাঝে দশম মিনিটে করেন আরেক গোল। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ৩০ মিনিটের মাথায় ম্যাচের চতুর্থ ও শেষ গোলটিও তিনিই করেন। লা লিগায় সুপার হ্যাটট্রিক করে অ্যাতলেটিকোকে এদিন বড় জয় এনে দিলেন তিন।

চলতি মৌসুমে লিগে ৩২ ম্যাচে ১৭ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন সরলথ। গোল করার দিক দিয়ে এ মৌসুমে লা লিগায় তিনি চতুর্থ স্থানে আছেন। ৩১ ম্যাচে ২৫ গোল নিয়ে শীর্ষে বার্সার রবার্ট লেভানদোভস্কি। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের কিলিয়ান এমবাপ্পে এক গোল কম করেছেন। ১৮ গোল নিয়ে তিনে ওসাসুনার অ্যান্টে বুদিমির।

এই জয়ে ৩৫ ম্যাচে ২০ জয় ও ১০ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকলো সিমিওনের শিষ্যরা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা যথাক্রমে ৭৫ ও ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে। তথ্য সূত্র সময়।