News update
  • US to Pause Immigrant Visas for 75 Countries Including Bangladesh     |     
  • 11-Year Run of Record Global Heat Continues: UN Agency     |     
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     

সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না, কই যাবো আমরা? বললেন শবনম ফারিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-03, 6:40am

9aac3d2cf35cee160c47f695f53335f6177ccacc95be8445-713d2879ba8b645b091ae69289fe1a981754181632.jpg




দেশের বিভিন্ন পরিস্থিতিতে সরব থাকেন অভিনেত্রী শবনম ফারিয়া। গত জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলেন তিনি। সম্প্রতি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফারিয়া। তিনি লিখলেন ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না।’

অভিনেত্রী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

নিজেকে সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে শবনম ফারিয়া আরও লেখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!!!’

শবনম ফারিয়ার এই পোস্টে ধরা পড়েছে নাগরিক হতাশা ও রাষ্ট্রীয় সংকটের প্রতিফলন। স্ট্যাটাসের একাংশে তিনি বাংলাদেশের পাসপোর্ট সংকটের দিকটিও তুলে ধরে বলেন, ‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?’

টেলিভিশনে বিজ্ঞাপনে কাজের মাধ্যমে শোবিজপাড়ায় পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে নাটকে অভিষেক হয় তার। ক্যারিয়ারে সিনেমাতেও কাজ করেছেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে সিনেমা জগতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেত্রী।  আরটিভি