News update
  • Authorities still restrict movement in parts of Khagrachari     |     
  • Anthrax breaks out in Rangpur, sparks concern in other dists     |     
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     

বিদেশে ঘুরে বেড়াচ্ছেন জায়েদ-মাহি, ফের নতুন করে প্রেমের গুঞ্জন শুরু

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-09, 7:19pm

rtyrtret-b0c51d7e722a02414bb8bf53210f2ca11757423943.jpg




ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। 

জায়েদ খানকে নিয়ে যতটা আলোচনা পর্দায়, তারচেয়েও বেশি তোলপাড় হয় পর্দার বাইরে। কারণ একটাই—প্রেমের গুঞ্জন। অনেকে তো তাকে মজা করে ডাকেন ‘ঢালিউডের প্রেমীক পুরুষ’।

কখনো চিত্রনায়িকা পপি, কখনো মাহিয়া মাহি—নামের তালিকা ছোট নয় মোটেও। তবে এসব গুঞ্জন নিয়ে কোনো সাড়া শব্দ নেই নায়কের। যেনো সেই গুঞ্জনগুলো ভালোই উপভোগ করেন তিনি। 

এক সময় পপির সঙ্গে নিয়মিত শো, পারফর্ম আর ঘোরাঘুরি, সব জায়গায় একসাথে দেখা যেত জায়েদকে। সেসব দিন এখন ইতিহাস। এরপর শুরু হয় মাহি অধ্যায়। নানা প্রোগ্রাম, হাসি-ঠাট্টা আর একসাথে উপস্থিতি মিলিয়ে শুরু হয় নতুন গল্প। প্রেমের গুঞ্জনও তখন টক অব দ্য টাউন। কিন্তু হঠাৎ করেই থেমে যায় সেই আড্ডা। দীর্ঘদিন আর একসাথে দেখা মেলেনি দুজনের।

বিরতির পর আবার দেখা মিলল দূর আমেরিকায়! একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন মাহি আর জায়েদ। মুহূর্তেই শুরু হয় গুঞ্জন, তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?

মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। মানে, এক দেশ, এক শহর, এক মঞ্চ— বাকি শুধু গল্পটা আবার শুরু হওয়ার অপেক্ষা!

তাহলে কী সত্যিই পুরনো প্রেমের নতুন অধ্যায়, নাকি নিছক কাকতালীয় মিলন-উত্তরটা আপাতত তাদের দুজনের কাছেই। তবে ঢালিউডপাড়ায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রেমের গুঞ্জন নিয়ে ফিসফাস।